ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক অধিদপ্তরের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে সর্বস্তরের বিজ্ঞান অনুরাগ ও বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু, কিশোর ও তরুনদের উদ্ভাবনী শক্তি বিকাশে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে ও বিজ্ঞান চর্চাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়ার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। দু’দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সহকারী কমিশনার(ভূমি) পিএম ইমরুল কায়েশ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্পবাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলি মুনিমুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/১৮’র এ মেলায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ১৭টি স্টল অংশ গ্রহণ করেছে। ২২ মার্চ পর্যন্ত এ মেলা চলবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ