ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটের দলদলী ইউপি’র ২০১৮-২০১৯ সালের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বাজেট ঘোষণা করা হয়।এ সময় দলদলী ইউনিয়নের সদস্য আব্দুল বারী, আব্দুর রহমান, গোলাম ফারুক, আবুল কালাম, বেবি আরাসহ সকল সদস্য/সদস্যা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় ইউনিয়নের বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন। ২০১৮/১৯ সালে বাজেট পাঠ করেন সংশ্লিষ্ট সচিব রবিউল ইসলাম। এ অর্থ বছরে বাজস্ব ও উন্নয়ন খাতে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা।
খবর২৪ঘণ্টা.কম/নজ