ভোলাহাট প্রতিনিধিঃ চলতি বছর জিএসসি পরীক্ষায় জিনিয়া জিপিএ-৫ পেয়েছে। আম ব্যবসায়ী পলাশ বাবু(জহির) ও মা গৃহীনি রোকশানা বেগমের একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌস জিনিয়া। সে রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউশন থেকে জিএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। সে একই স্কুলে বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে। সে তার প্রতিক্রিয়ায় জানায়, তার অধ্যাবসায়, মায়ের কড়া নজরদারী আর শ্রদ্ধেয় শিক্ষাগুরুদের অবদানে ভালো ফলাফল করা সম্ভব হয়েছে। সে উচ্চ শিক্ষা অর্জন করে দেশের সেবা করতে ইউএনও হতে চাই। সে সকলের দোয়া কামনা করেছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ