ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট জামায়াতের থানা আমীরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেল পৌণে ৪টার দিকে ভোলাহাট থানার এসআই শাহাদত, রবিউল করিম, এএসআই শাহিনুর সংগীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে তার নিজ বাড়ী থেকে জামায়াতের থানা আমীর মাও: ক্বারী আলাউদ্দিন(৫৭)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আমীরের বাড়ী উপজেলার পোল্লাডাঙ্গা(লম্বাটোলা) গ্রামে। পিতার নাম মৃতঃ তামিজুদ্দিন। পুলিশ সূত্র জানায়, ক্বারী আলাউদ্দিনের নামে ভোলাহাট উপজেলার বিভিন্ন স্থানে ৩টি বিস্ফোরক মামলা রয়েছে।
বিস্ফোরক মামলার আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জামায়াতের এ গ্রেফতার হওয়া থানা আমীরের বিরুদ্ধে ৩টি বিস্ফোরক মামলা রয়েছে। মামলার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ