ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে জামায়াতের উপজেলা সেক্রেটারীকে বিস্ফোরক মামলায় ভোলাহাট থানা পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা জামায়াত সেক্রেটারী বীরশ্বরপুর গ্রামের আমিরুদ্দীনের ছেলে তৌহিদুল ইসলাম(৪৪)কে চলতি বছরের অক্টোবরে পোল্লাডাংগার ভোলাহাট থানার ১০ নং বিস্ফোরক মামলার ২ নং আসামী। তাকে পুলিশের এসআই রবিউল ইসলামের নেতৃত্বে কনষ্টেবল শাহিন, মাসুদ ও নুরাজ্জামানকে নিয়ে অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত রাত ১২টার পর অভিযান চালায়। এ সময় তার নিজ বাড়ী থেকে পুলিশ তাকে গ্রেফতার করে ভোলাহাট থানায় নিয়ে যায়। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন জানান, জামায়াতের গ্রেফতারকৃত সেক্রেটারী তৌহিদুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক মামলাসহ একাধীক মামলা আছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ