ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ “স্বয়ং সম্পয়র্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সমনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ/১৮ (১৮-২৪ জুলাই) উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা বুধবার বেলা ১১টার সময় ভোলাহাট প্রেসক্লাব প্রাঙ্গনে প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম কবির, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য শাহ কবির, মহসিনুর রহমান, আব্দুল হামিদ, রুবেল আহমেদসহ অন্যরা। এ সময় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মৎস্য সম্প্রসরণ কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, সহকারী মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম।
সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, ভোলাহাট উপজেলায় ছোট বড় মোট সরকারী পুকুর-দীঘি ৪১টি, বেসরকারী ৪১৬টি, ধানের সাথে মাছ চাষ হয় ১টি, খাঁচায় মাছ চাষ হয় ১টি যাতে ১০টি খাঁচা আছে। সব মিলিয়ে উপজেলায় মোট মাছ উৎপাদন হয় ২৭১৮.৩১৪ মেট্রিক টন। এর মধ্যে প্রাকৃতিক জলাশয়ে মাছ উৎপাদন হয় ২২০৪.১৮৪ মেট্রিক টন ও চাষের মাধ্যমে উৎপাদন হয় ৫১৪.১৩ মেঃ টনঃ। উল্লেখ্য, উপজেলায় সরকারী খাল আছে ৫টি, বে-সরকারী খাল ১টি ও সরকারী প্লাবন ভূমি ৮টি।,ভোলাহাট উপজেলার মানুষের মাছের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত হয় ১১২২.৩১৪ মেঃ টনঃ।
এ উপজেলায় মোট মাছ চাষি রয়েছেন ১৫০জন এবং জেলে সংখ্যা ১১৮জন। তারা আরো জানান, সারা বাংলাদেশে এফএও সূত্র মতে মাছ উৎপাদন হয় ৪.১৩৪ মিলিয়ন মেঃ টনঃ। প্রকৃতিক ও চাষের মাছ মিলে বিশ্বে বাংলাদেশের স্থান ৪র্থ। চাষের মাছে বাংলাদেশে বিশ্বে ৫ম। চীন ও ভারতের পরে প্রকৃতিক মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান ৩য়।
গত বছর থেকে এক ধাপ বাংলাদেশ এগিয়ে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার র্যালী, আলোচনা সভা ও পোনা অবমুক্ত করাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হবে বলে মৎস্য কর্মকর্তা জানান।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।