ভোলাহাটে প্রতিনিধিঃ মান সম্মত শিক্ষা শেখ হাসিনার দিক্ষা এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলাহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে এক বিশাল বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য রালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার(ভূমি) পিএম ইমরুল কায়েশ, ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী ও রেশমাতুল আরশ রেখা, কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, শিক্ষা অফিসার আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অফিসার ইনর্চাজ শামীম হোসেন, উপজেলা আ”লীগ সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, জেলা সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আ’লীগ সিনিয়র সহসভাপতি ইয়াশিন আলী শাহ, সহকারী শিক্ষা অফিসার আব্দুল গণি, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহানসহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা।
৬ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত শিক্ষা সপ্তাহ চলবে। সপ্তাহের শেষ দিন আলোচনা ও প্রাথমিক শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে।
খবর২৪ঘণ্টা.কম/নজ