ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা(অঃদাঃ) ডাঃ মাহবুব হাসানের সভাপতিত্বে মেডিকেল মোড়ের প্রতিবন্ধি একাডেমির শিক্ষার্থীদের কৃমি ট্যাবলেট খাওয়ানোর মধ্যদিয়ে সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েশ, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, বিআরডিবি কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল গণি। ৫ হতে ১৬ বছর বয়সের স্কুলগামী শিক্ষার্থীসহ বিদ্যালয় বর্হিভূত সকল শিশুদের ১ ডোজ কৃমি নাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ১ এপ্রিল হতে ৭ এপ্রিল পর্যন্ত ট্যাবলেট খাওয়ানো চলবে বলে জানান হয় উদ্বোধনী অনুষ্ঠান থেকে।
খবর২৪ঘণ্টা.কম/রখ