ভোলাহাট প্রতিনিধিঃভোলাহাটে চাকুরী জাতীয়করণের দাবীতে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সিএইচসিপি’র অবস্থান কর্মসূচী পালিত হয়। ভোলাহাট সিএইচসিপি এ্যাসোসিয়েশন আয়োজিত বিভাগীয় পর্যায়ের কর্মসূচী চাকুরী জাতীয়করণের দাবীতে উপজেলার মোট ১০টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত হেল্থকেয়ার প্রোভাইডারেরা এ কর্মসচীতে অংশ করেন। সকল ৯টা থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় ক্লিনিকে চিকিৎসা নিতে আসা রুগীরা চিকিৎসা না পেয়ে ফিরে যায়। অবস্থান কর্মসূচীতে কর্মচারীরা অনির্দৃষ্ট সময় ধরে তাদের কর্মসূচী চালিয়ে যাবেন বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ