ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে ঘর পুড়া পরিবারকে আর্থিক সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ময়ামারী গ্রামে ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম আগুনে পুড়ে যাওয়া ২০টি পরিবারের খোঁজ-খবর নিতে যান।
ক্ষতিগ্রহস্থ পরিবারগুলোর খোঁজ-খবর শেষে তার নিজস্ব তহবিল থেকে তাদের ১০ হাজার টাকা আর্থীক সহায়তা তুলে দেন। তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে ধর্য ধরতে বলেন এবং আগামীতে বিভিন্ন ভাবে সহায়তা পাবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি সভাপতি আতাউর রহমান, উপজেলা বিএনপি সদস্য ও ইউপি মেম্বর আব্দুল বারী, বিএনপি নেতা মোফাজ্জুল হোসেন নীলু ও উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক কায়সার আহমেদসহ অন্যান্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ