ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে শুক্রবার জুম্মার মসজিদে মসজিদে আলোচনা ও বিশেষ দোয়া করা হয়। সারা বিশ্বে প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে ভোলাহাট উপজেলার সকল জুমা মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা ও বিশেষ দোয়া করা হয়েছে।
আলোচনায় করোনা ভাইরাস প্রতিরোধে ইমামগন বলেন, যে কোন সমাবেশ, অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারান্টাইন করাসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান। করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর অবস্থানে থাকতে হবে। এবং রোগমুক্তি কামনায় আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন। উল্লেখ্য, এর পূর্বে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন ও সকল ইউপিতে ব্যাপক সচেতনতা মূলক প্রচারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।
খবর২৪ঘন্টা/নই