ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ২ শাতাধীক মানুষকে ক্ষীর খাইয়ে করোনা থেকে মুক্তি পাওয়ার গুজব। উপজেলার নামোখড়কপুর, কুঁইচাটোলা গ্রামের সেতুর ছেলে জাইগির, সাজ্জাদের ছেলে মহিবুল ও এস্তাব কবিরাজ স্বপ্নে দেখেন ২শতাধীক মানুষকে ক্ষীর খাওয়ালে দেশ থেকে করোনা মুক্ত হবে। তারা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে ১৭ এপ্রিল শুক্রবার দুপুরে প্রায় ২শতাধীক মানুষের জন্য ক্ষীর রান্না করেন এবং স্থানীয় মানুষকে খেতে দেন।
বিষয়টি জানতে পেরে ভোলাহাট থানা পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম ঘটনাস্থলে ছুটে যান। ঘটনার সত্যতা নিশ্চিত করেন এসআই আব্দুস সালাম। পরে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে করোনা প্রতিরোধে গুজব রটনার দায়ে উল্লেখিত ব্যক্তিদের ২হাজার টাকা আর্থীক জরিমানা করেন। তাদের খাবার নষ্ট না করে বাড়ি বাড়ি বিতরণ করে দেন।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।