ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলায় এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে মিথ্যা গুজব ছড়িয়ে আত্মংক ছড়িয়েছে এক শ্রেনি ব্যক্তি। উপজেলার ইসলামপুর (নিমগাছী) গ্রামের আব্দুল সাদেকের ছেলে তুহিন (২৬) নওগাঁ সান্তাহারে এক ঔষধ কোম্পানীতে চাকুরি করা অবস্থায় গায়ে জ¦র ও সর্দি হলে ২৯ মার্চ বাড়ী চলে আসেন। তিনি গত মঙ্গলবার সকাল ১০টার দিকে জ¦র সর্দি নিয়ে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান। এক শ্রেনির অসাধু ব্যক্তি এ ঘটনাটি ভিন্নঘাতে নিয়ে তুহিন করোন ভাইরাস আক্রান্ত সন্দেহে তার বাড়ী আর্মি ও পুলিশ ঘিরে রেখেছেন কেউ আবার ঐ বাড়ীটি লকডাউন করা হয়েছে বলে অপপ্রচার চালাতে থাকে। ফলে এলাকা জুড়ে আত্মংক ছড়িয়ে পড়ে। এদিকে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন নিয়মানুযায়ী তাকে নজরদারিতে রাখে। কিন্তু প্রকৃকপক্ষে তুহিন জন্ডিসে আক্রান্ত হয়েছে। বুধবার খোঁজ নিয়ে জানা যায় তুহিন এখন সুস্থ্য রয়েছেন। এ ব্যাপারে কেউ আত্মংকিত না হয়ে সরকারের স্বাস্থ্য বিধি ও নিয়ম মেনে চলার আহবান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার।
খবর২৪ঘন্টা/নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।