1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন

ভোলাহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ মারচ, ২০২০

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে সতস্ফুর্ত ভাবে ঐতিহাসিক ৭-ই মার্চ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ ও আওয়ামীলীগ শনিবার দিবসটি পালনে নানা কর্মসূচী গ্রহণ করে। বেলা ১১টার দিকে এক সাথে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদগুলো বাল্যবিয়ে প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনের প্রথমে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা প্রশাসন বাল্যবিয়ে প্রতিরোধে উপজেলা দক্ষিণ গেট ভোলাহাট- রহনপুর সড়কে এক বিশাল মানবন্ধনের আয়োজন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ মাল্টিমিডিয়ার মাধ্যমে সম্প্রচার করা হয়।
এ সময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ নুরুল হক, ভোলাহাট উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান ও মুক্তিযোদ্ধা আফসার হোসেনসহ অন্যরা।
অপরদিকে ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ পৃথক ভাবে র‌্যালী, ডিসপ্লে ও আলোচনা সভার আয়োজন করে। আয়োজিত সভায় পৃথক ভাবে সভাপতিত্ব করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ যথাক্রমে ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, মাজহারুল ইসলাম পুতুল ও মসফিকুল ইসলাম তারা।এ সময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, ইমাম ও গুমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বাল্যবিয়ে প্রতিরোধে ডিসপ্লেসহ সাংস্বকৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিকে বাংলাদেশ আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখা অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে মেডিকেল মোড়ের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে র‌্যালি আলোচনা ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী শাহ, যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার জাহান, জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হোসনে আরা পাখি, ছাত্রলীগ উপজেলা সাবেক সভাপতি আশরাফ’ল ইসলামসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীগণ।

খবর২৪ঘন্টা/নই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST