ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আ’লীগ থেকে এমপি মনোনয়ন প্রত্যাশি চাঁপাইনবাবগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক এ্যাড. আফসার আলী শনিবার ভোলাহাটেন বিভিন্ন এলাকায় দিনব্যাপী নৌকায় ভোট প্রার্থনা করলেন।
তিনি সকালে উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ও উপজেলার প্রাণ কেন্দ্র মেডিকেল মোড়, উপজেলা গেট, আম ফাউন্ডেশনসহ বিভিন্ন এলাকা ঘুরে ভোট প্রার্থনা করেছেন। এ সময় তিনি আওয়ামীলীগ সরকারের যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন সাধারণ মানুষের কাছে। তিনি আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় নিয়ে আসার সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন, ভোলাহাট উপজেলা আ’লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি মোস্তফা কামালসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ