ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা বঞ্চিত ১৭ পরীক্ষার্থীর তোপের মূখে ভোলাহাট উপজেলার ঝাউবোনা মডেল টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউট শিক্ষকেরা। ১ এপ্রিল অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা বঞ্চিত ১৭ পরীক্ষার্থীকে সমাধান দিতে মঙ্গলবার সকল ১০টার দিকে কলেজে আসতে বলেন কলেজ শিক্ষকেরা। তারা কলেজে গিয়ে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক সমাধান না
পেলে ক্ষুধ হয়ে উঠে তারা। এ পর্যায়ে অফিস কক্ষে শিক্ষকেরা থাকা অবস্থায় ক্ষুদ্ধ পরীক্ষা বঞ্চিতরা দরজা আটকে দেয়। পরে কলেজের বারান্দার খুঁটি ও শ্রেনি কক্ষের চেয়ার ভাঙ্গচুর করে। পরে ভোলাহাট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় শিক্ষকেরা সাংবাদিকদের বলেন, তাদের এক পক্ষের অধ্যক্ষ রবিউল ইসলাম কারিগরি বোর্ডে তাদের প্রবেশপত্রের ব্যবস্থা করতে বোর্ডে অবস্থান করছেন। অপর পক্ষের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, তিনি বোর্ডে সংশ্লিষ্ট
কর্মকর্তাদের সাথে মোবাইলে কথা বলেছেন। রবিউল ইসলাম ব্যর্থ হলে তিনি বোর্ডে গিয়ে প্রবেশপত্র নিয়ে আসবেন। এতে পরীক্ষার্থীদের বছর লস্ হবে না। যে বিষয়ে পরীক্ষা দিতে পারেনি তা পরে দিতে পারবে বলে জানান। তবে পরীক্ষা বঞ্চিত হওয়ার কারণে হিসেবে কলেজের দুটি পক্ষ একে অপরের উপর দোষ চাপিয়ে বিষাদাগার করেছেন।
খবর ২৪ ঘণ্টা/আর