ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাটে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীগ থেকে দলের কেন্দ্রীয় কমান্ড প্রভাষক রাব্বুল হোসেনকে মনোনিত করেছেন। দলের স্থানীয় সূত্রে জানা গেছে, দলের কেন্দ্রীয় নির্দেশে উপজেলা পর্যায় থেকে গণতন্ত্র পদ্ধতিতে ভোটের মাধ্যমে ৩জন করে প্রার্থীর নাম চাওয়া হয়। এ সময় উপজেলার দলীয় ভোটারেরা তাদের ভোট প্রদানের মাধ্যমে সর্বচ্চো ভোট পান প্রভাষক রাব্বুল
হোসেন, ২য় পর্যায়ে ভোট পান পিয়ার জাহান ও ৩য় পর্যায়ে ভোট পান আব্দুল খালেক। এ ৩জনের নামের তালিকা দলের কেন্দ্রে প্রেরণ করা হয়। এ পর্যায়ে দলের কেন্দ্রে উপজেলা থেকে সর্বচ্চো ভোট পাওয়া ভোলাহাট উপজেলা আ’লীগ শাখার সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেনকে মনোননিত করেন। আগামী ২৪ মার্চ আ’লীগের পক্ষ থেকে ভোটে লড়াই করবেন রাব্বুল হোসেন।
খবর ২৪ ঘণ্টা/আরএস