ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ প্রাণঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নিজস্ব কার্যলয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, চেয়ারম্যান ইয়াজ দানি জর্জ। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সকল সভা, সমাবেশ, অনুষ্ঠান নিষিদ্ধ, বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক হোম কোয়ারান্টাইন করাসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা জানান। আজ থেকে করোনা প্রতিরোধে কঠোর অবস্থানে থাকতে হবে। সভায় উপস্থিত ছিলেন, সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিক বৃন্দ। অপরদিকে করোনা প্রতিরোধ সভা শেষে একই স্থানে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে চেয়ারম্যান ইয়াজ দানি জজ বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক, করোনা ভাইরাস প্রতিরোধ সভা করেন।
খবর২৪ঘন্টা/নই