1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে আহত এইচএসসি পরীক্ষার্থী রুমাইয়ার পরীক্ষা দেয়া হলো না - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ১০ জানয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

ভোলাহাটে আহত এইচএসসি পরীক্ষার্থী রুমাইয়ার পরীক্ষা দেয়া হলো না

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

ভোলাহাট প্রতিনিধিঃ চলতি এইচএসসি পরীক্ষায় আহত রুমাইয়ার পরীক্ষা দেয়া হলো না। তার অভিভাবক রবিউল ইসলাম জানান, তার মেয়ে ভোলাহাট মোহবুল্লাহ মহাবিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেধাবী রুমাইয়া আক্তার শেখজী।

সে ২ এপ্রিল এইচএসসি পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নেয়। নিয়তির র্নিমমতায় ১এপ্রিল দুপুরে বাড়ীতে গুছিয়ে থাকা ইটের স্তুপ তার ডান হাতের উপর পড়ে গেলে গুরুত্ব আহত হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ খেয়েও প্রচন্ড ব্যাথা থামেনি। ডান হাতের আঙ্গুলে কলম পর্যন্ত ধরতে পারে না রুমাইয়া। তার পরীক্ষা কেন্দ্র ভোলাহাট মহিলা কলেজ। রোল নং-১০৯২০১। তার এ অবস্থায় তার পিতা পরীক্ষা কেন্দ্র সচিব আখতারূল ইসলামের কাছে শ্রূতিলেখকের মাধ্যমে পরীক্ষায় অংশ গ্রহণের আবেদন করলে নীতিমালার আলোকে শ্রূতিলেখক দেয়া সম্ভব নয় বলে জানান। একই কথা বলেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার(অঃদাঃ) পিএম ইমরুল কায়েশ। তারা বলেন, নীতিমালায় কেবল মাত্র প্রতিবন্ধিদের ক্ষেত্রে শ্রূতিলেখক দেয়ার কথা উল্লেখ আছে ফলে আহত রুমাইয়ার ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না বলে জানান। তাকে মেডিকেল সুবিধা প্রদান করা যেতে পারে বলে নিশ্চিত করেন। এর পরও রুমাইয়া ২এপ্রিল বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু পরীক্ষার সব উত্তর তার জানা থাকলেও উত্তর লিখতে না পেরে কেঁদে ফেলেন এ পরীক্ষার্থী। পরদিন ৩এপ্রিল সে আর পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। তার পরীক্ষায় অংশ নিতে না পারায় শারীরিক ও মানুষিক ভাবে সে ভীষণ ভাবে ভেঙ্গে পড়েছেন।

এ ব্যাপারে শিক্ষাবিদেরা বলেন, সারাদেশে সড়ক সহ বিভিন্ন দূর্ঘটনার শিকার হচ্ছেন অনেকেই। পরীক্ষার্থীদের দূর্ঘটনার বিষয়টি বিবেচনা করে প্রতিবন্ধিদের মত শ্রূতিলেখক দেয়ার বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের বিবেচনা করার দাবী করেছে। নীতিমালায় এ সুযোগটি থাকলে পরীক্ষার্থী রুমাইয়ার জীবন থেকে মূল্যবান ১টি বছর হারিয়ে যেত না।

খবর২৪ঘণ্টা.কম/নজ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST