ভোলাহাটে প্রতিনিধিঃ বর্তমান সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে আগামীতে আবারও নৌকায় ভোট দিয়ে সরকার গঠনের আহবান জানান চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বাংলাদেশ আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে মোহবুল্লাহ কলেজ মাঠে রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। আ’লীগ ভোলাহাট উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হকের সভাপতিত্বে দোয়া ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও এমপি মনোনয়ন প্রত্যাশি ডা. আশরাফুল হক চুনু, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাব্বুল হোসেনসহ অন্যরা।
ভোলাহাট উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড, পাড়া-মহল্লাহর আ’লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সর্মথকগণ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ