1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোলাহাটে আম ফাউন্ডেশনের উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ - খবর ২৪ ঘণ্টা
বধবার, ০৮ জানয়ারী ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ন

ভোলাহাটে আম ফাউন্ডেশনের উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

ভোলাহাট প্রতিনিধিঃ আমের রাজধানী ভোলাহাটে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠ নিরপেক্ষ সহিংস ঘটনা ছাড়াই কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শনিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে রামেশ্বর হাই স্কুলে ভোট গ্রহণ করা হয়। ভোট সুষ্ঠ নিরপেক্ষ অবাধ করতে ভোট কেন্দ্রে মোট ১৭টি বুথে ভোট গ্রহণ করা হয়।

ভোট গ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আলল্লাহ আল মামুন। আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে ছিলেন, সহকারী কমিশনার ভূমি পিএম ইমরুল কায়েশ। রির্টানিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল হক। ৩জন প্রিজাইডিং অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহমান ও বিআরডিবি কর্মকর্তা জাহাংগীর আলম। সহকারী প্রিজাইডিং অফিসার ১৭জন ও পোলিং অফিসার ছিলেন ৩৪জন। আইন শৃংখলার নিরাপত্তা দিতে উপস্থিত ছিলেন অফিসার ইনর্চাজ ফাছির উদ্দিন, ওসি(তদন্ত) শামীম হোসেনসহ ১৭জন কর্মকর্তা ও পুলিশ সদস্য, ১৫জন গ্রাম পুলিশ। ৩ বছর মেয়দি কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ ১টির বিপরীতে লড়ছেন ৩জন, সহসভাপতি পদ ২জনের বিপরীতে লড়ছেন ৮জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদ ২টি লড়ছেন ৩জন, কোষাধ্যক্ষ পদ ১টি লড়াই করছেন ৩জন।

এছাড়া এলাকা প্রতিনিধি পদ ১৭টি এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন ৫জন বাঁকী ১২টি পদে লড়ছেন ২৯জন। সর্বশেষ বেসরকারী ফলাফলে জানা যায়, সাধারণ সম্পাদক পদে মোজ্জামেল হক চুটু, সহ সভাপতি পদে কামাল উদ্দিন ও আনসার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আতাউর রহমান ও মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে লাল দেওয়ান ও এলাকা প্রতিনিধি হিসেবে ১২জন নির্বাচিত এবং ৫জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। উল্লেখ্য আম ফাউন্ডেশনে মোট ৪১৬০জন ভোটার ছিলো। নির্বাচনের সার্বিক পরিস্থিতি ছিলো চোখে পড়ার মত। কোন প্রকার সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST