চাঁপাই ব্যুরো: হাজারও মানুষকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইনসটটিউশনের কেরানি জন প্রিয় মানুষ সৈয়দ সানোয়ার হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার দুপুরে মৃত্যবরণ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ী গোপিনাথপুর গ্রামে বুকে ব্যাথা অনুভব করলে দ্রুত ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই মৃত হয় বলে জানান। তার মৃত কালে ৫১ বছর বয়স হয়েছিলো। তিনি স্ত্রী ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকার হাজার হাজার মানুষ কাঁন্নায় ভেঙ্গে পড়েন। তার মৃত্যুর খবর পেয়ে হাজার হাজার সকল পেশাজীবিরা এক নজর দেখার জন্য বাড়ীতে মানুষের স্রোত নামে। তিনি ভোলাহাটের একমাত্র ভাষা সৈনিক মৃতু সৈয়দ মহসীন আলীর ছোট ছেলে। তিনি ১৯৯৭ সালে রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনে কেরানি পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। তার আত্মার মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন রামেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, সভাপতি মাসুদ রানা, আলীগ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হকসহ বিভিন্ন সংগঠন। মরহুমের নামাজে জানাজা শুক্রবার বাদ জুম্মা রামেশ্বর মাঠে অনুষ্ঠিত হওয়ার পর গোপিনাথপুর সাবেক জামে মসজিদের গোরস্থানে দাফন সম্পন্ন হবে।
খবর২৪ঘণ্টা.কম/রখ