ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন পরিষদে ২০১৯-২০২০ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা সভা ৩০মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিজস্ব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম পুতুলের সভাপতিত্বে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজগার আলী, মাওঃ হোসেন আলী, মাওঃ আবুল হোসেন, সারেয়ার জাহানসহ অণ্যরা। এ সময় ২০১৯-২০২০ অর্থ বছরের বাজে ঘোষণা করেন দলদলী ইউনিয়ন পরিষদ সচিব রবিউল ইসলাম। বাজেটের গুরুত্ব তুলে
ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুল বারী, ফারুক হোসেন, শাখাওয়াত হোসেন, তাশলিমা, বেবিআরাসহসহ অন্যরা। উন্মুক্ত বাজেটের উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন স্থানীয় বিভিন্ন পেশাজীবিরা। বাজেট আলোচনায় ২০১৯-২০২০ অর্থ বছরে বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ২৫টি খাত থেকে ২ কোটি ৭২লাখ ৫৯ হাজার ৯০৮টাকা । ব্যয় ধরা হয়েছে রাজস্ব ও উন্নয়ন ৩৮টি খাতে ২ কোটি ৭০ লাখ ৮৮ হাজার ১০৮ টাকা । উদ্বৃৃত্ব ১ লাখ ৭১ হাজার ৮০০ টাকা।
আর/এস