1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোটের মাঠে নামছেন সোনাক্ষী - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৪ জানয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন

ভোটের মাঠে নামছেন সোনাক্ষী

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৭ মারচ, ২০২২

পশ্চিমবঙ্গের আসানসোল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছেন প্রখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহা। বাবাকে জেতাতে ভোটের মাঠে নামছেন বলিউডের ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা।

এদিকে মমতা ব্যানার্জির প্রার্থী হিসেবে শত্রুঘ্ন সিনহার নাম ঘোষণার পর থেকেই সোনাক্ষীকে দেখার আশায় বুক বেঁধেছেন আসানসোলের বাসিন্দারা। এরইমধ্যে দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে, এবার শুধু রাস্তায় নেমে প্রচার করা বাকি।
প্রথমে বিজেপিতে ছিলেন শত্রুঘ্ন সিনহা। আর তাই তৃণমূলের প্রার্থী হওয়ায় তাকে কটাক্ষ করতে ছাড়েনি ক্ষমতাসীন দল। ইতোমধ্যে তাকে ‘বহিরাগত’, ‘বিহারি বাবু’র তকমা দিয়েছেন অনেকেই।

তবে শত্রুঘ্নর দাবি তিনি দেশের সেবা করছেন। তিনি ভারতেই জন্মেছেন, তাই ‘বহিরাগত’ শব্দটা কোনোভাবেই মানেন না তিনি।

অভিনেতার ভাষ্য, ‘আমাদের মতো যারা আছেন, তারা অল ইন্ডিয়া ফিগার। আমরা যে খ্যাতি পেয়েছি তাতে পুরো ভারতের ভূমিকা রয়েছে। সে খ্যাতিতে অন্ধ্র, তামিলনাড়ু, বিহার কিংবা বাংলা, সব রাজ্যের সমান অবদান রয়েছে। এটা একটাই দেশ।’

সূত্র: হিন্দুস্তান টাইমস
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST