দ্বিতীয় ধাপে ৮৪৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এবার ভোটের আগেই ১৮ জন ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন।
নির্বাচন কমিশনের (ইসি) সূত্র মতে, মূলত এসব ইউপিতে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হচ্ছেন। এখন কেবল অনুষ্ঠানিকতা বাকি।এর আগে প্রথম ধাপের দুই দফায় অনুষ্ঠিত ৩৬৪টি ইউপি নির্বাচনে ৭২ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিলেন।
এবার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ১৮ ইউপি চেয়ারম্যানের মধ্যে- চট্রগ্রামের মীরসরাই উপজেলায় ৯ জন, সীতাকুন্ড উপজেলায় ৪ জন, ফেনী জেলার ফুলগাজী উপজেলায় ২ জন, শেরপুর সদর উপজেলা একজন, জামালপুর সদরে একজন এবং মাগুরা সদর উপজেলায় একজন রয়েছেন।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪১ হাজার ৭৯০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ হাজার ৮০, সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ৫৬১ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ১৪৯ জন প্রার্থী হয়েছেন। বিএনপি এ নির্বাচনে অংশ নিচ্ছে না।
বিএ/