1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভোটার তালিকায় রোহিঙ্গা, ইসির কালো তালিকায় ৩০ জন - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন

ভোটার তালিকায় রোহিঙ্গা, ইসির কালো তালিকায় ৩০ জন

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপটেম্বর, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক :

ভোটার তালিকা প্রকল্পে বিভিন্ন সময়ে কাজ করেছেন, এমন ৩০ জনকে কালোতালিকাভুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ৩০ জনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ আছে। ইসি এঁদের নতুন করে ভোটার তালিকা প্রকল্পে নিয়োগ না দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার ৩০ জনের এই তালিকা ইসি সচিবালয়ের সারা দেশের থানা, উপজেলা ও জেলা অফিসগুলোতে পাঠানো হয়েছে। ইসির চিঠিতে বর্তমানে মাঠপর্যায়ে কোনো ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

কালোতালিকাভুক্ত ৩০ কর্মী হলেন সাবেক টেকনিক্যাল এক্সপার্ট মুন্সি সানজিদ বিন একলিম স্বাধীন, এস এম রকিবুজ্জামান নিয়ন, খান মো. ওবায়দুল্লাহ, আবদুল্লাহ আল মারুফ, সাদেক হোসাইন ও জাকির হোসাইন, সাবেক টেকনিক্যাল সাপোর্ট স্টাফ ইয়াসির আরাফাত, রফিকুল ইসলাম, ইকবাল হোসাইন ও আসিফ ইবনে আশরাফ, সাবেক ডেটা এন্ট্রি অপারেটর আবু বকর সিদ্দিক, মারজিয়া আক্তার লিজা, শেখ সেলিম শান্ত, মো. সোলায়মান, জামাল উদ্দিন, সাবেদুল ইসলাম, মাহমুদুল ইসলাম, জাকির হোসেন, বাবুল আহমেদ, আবদুল জলিল মিয়া, ইকবাল হোসেন, রবিউল করিম, সুব্রত কুমার বিশ্বাস, সুমন দেব, ইউসুফ আলী চৌধুরী, ইকবাল আহমেদ, তারিক আজিজ, মোস্তাফা ফারুক ও সুতপা রানী এবং সাবেক মেসেঞ্জার আশিকুল ইসলাম।

ভোটার তালিকার কাজ করার জন্য ইসি টেকনিক্যাল এক্সপার্ট, টেকনিক্যাল সাপোর্ট স্টাফ ও ডেটা এন্ট্রি অপারেটর পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে থাকে।

এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘যেসব আউট সোর্সিং প্রতিষ্ঠান আমাদের কাছে জনবল সরবরাহ করে থাকে, তাদের কাছেও ৩০ জনের তালিকা পাঠানো হয়েছে। তাদের বলা হয়েছে, এই ৩০ জনকে যাতে নতুন করে নিয়োগের জন্য বিবেচনা না করা হয়।’

ভোটার তালিকায় ৬১ জন রোহিঙ্গা ভোটারের উপস্থিতির প্রেক্ষাপটে ইসি এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার ইসি ভবন থেকে প্রকল্পের টেকনিক্যাল এক্সপার্ট শাহানুর মিয়াকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট আটক করে। তার আগে চট্টগ্রাম থেকে ইসির অফিস সহকারী জয়নাল আবেদীন, টেকনিক্যাল সাপোর্ট স্টাফ মোস্তফা ফারুক, ডেটা এন্ট্রি অপারেটর জাহিদ হাসান, পাভেল বড়ুয়া ও মো. শাহীন, জয়নালের বন্ধু বিজয় দাস ও বিজয়ের বোন সুমাইয়াকে আটক করা হয়।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST