নিজস্ব প্রতিবেদক :
আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে আসতে পারে ও ভোট প্রদান করে নিরাপদে নিজ বাসায় ফিরে যেতে পারে সে ব্যাপারে র্যাবের পক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন র্যাব-৫ এর অধিনায়ক লে.কর্নেল মাহবুবুল আলম। বৃহস্পতিবার দুপুর ১টায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, রাজশাহীসহ সারাদেশে র্যাব জনগনের নিরাপত্তায় নিয়োজিত আছে। ভোটের দিন পর্যন্ত র্যাব মাঠে থাকবে। যাতে
ভোটাররা মনে সাহস নিয়ে ভোট কেন্দ্রে আসে এবং ভোট দিতে পারে। প্রত্যেকটি সংসদীয় আসনে দুটি করে মোবাইল স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে র্যাব।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকার অস্ত্র ব্যবসায়ী ও চোরাকারবারীরা নজরদারিতে রয়েছে। কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট প্রদান করে সে বিষয়ে র্যাব সজাগ আছে। এ সময় র্যাব-৫ এর উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ২৪ ঘণ্টা/আর