জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঘোষণা ছাড়াই সারাদেশে চলছে গণপরিবহন ধর্মঘট। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ধর্মঘট চললেও বাতিল হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা। তাই বাধ্য হয়েই ভোগান্তি মাথায় নিয়ে কেন্দ্রে আসেছেন পরীক্ষার্থীরা।
শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টায় বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে বেলা ১১টা পর্যন্ত।
কেন্দ্রেগুলোতে দেখা গেছে, শিক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে ব্যক্তিগত যানবাহন, রিকশা, সিএনজিতে করে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হয়েছেন। অনেক পরীক্ষার্থী ভোরেই বাসা থেকে বের হয়েছেন। রাস্তায় বের হয়ে রিকশা-সিএনজি কিছু না পেয়ে অনেকেই হেটেই এসেছেন।
এদিকে অধিভুক্ত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৬ নভেম্বর) এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএ/