খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার তিন দেশ পাকিস্তান, আফগানিস্তান ও ভারত। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ৩৩৩ কিলোমিটার দূরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।
ভূমিম্পে একযোগে তিন দেশ কেঁপে উঠলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, আফগানিস্তানে প্রত্যন্ত অঞ্চলে উৎপত্তি হওয়া এ ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ২।
খবর২৪ঘণ্টা.কম/নজ