পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ রাজশাহীর পুঠিয়ায় ভুট্টার সময় থেকে সূর্য বেগম (৬৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে আটটার দিকে পুঠিয়ার জিউপাড়ার উজালপুর গ্রামের বিলের মধ্যে ভুট্টার জমি থেকে তাকে উদ্ধার করা হয়। সূর্য বেগম একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী।
সূর্য বেগমের ছেলে এরশাদ আলী জানান, তার মা সন্ধ্যার সময় বাড়ির পাশে বিলে ছাগল আনতে যায়। ছাগল নিয়ে বাড়িতে আসতে দেরি করায় তিনি তার মাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্য়ায়ে তিনি ভুট্টার জমির ভিতরে তার মাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে বিষয়টি দেখে থানায় খবর দেন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সূর্য বেগমকে হত্যা করে কেউ ভূট্টার জমিতে ফেলে রেখেছে। লাশের ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হবে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।