প্রেস বিজ্ঞপ্তিঃ
প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজে ঘটে যাওয়া অনাঙ্ক্ষিত ঘটনার পর তাৎক্ষণিকভাবে আমি এবং পরদিন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা আলাদা সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলন দুটিতে আমরা উভয় পক্ষই আমাদের অবস্থান পরিষ্কার করি। তারপরও দেশের কয়েকটি প্রথম সারির গণমাধ্যমে আমাকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হেয় করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে কয়েকজন সাংবাদিক ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রচার করে। যা আমাদের সামাজিক সুনাম ক্ষুণ্ণ করেছে। বিষয়টা আমাদের জন্য মানহানিকর ও অত্যন্ত দুঃখজনক।
ঘটানার প্রেক্ষিতে ব্যবস্থা:
গত ২৫ ফেব্রুয়ারি বারিন্দ মেডিকেল কলেজে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এ বিষয়ে কোনো ধরনের অভিযোগ কিংবা তথ্যপ্রমাণ না থাকা সত্ত্বেও মাছরাঙা টেলিভিশন, ডিবিসি নিউজ, প্রিয়জন টিভি ‘সমন্বয়কদের চাঁদা দাবি’ শিরোনামে সংবাদ প্রকাশ করে। এছাড়া কয়েকজন ব্যক্তিও আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালায়। আমি তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করেছি। এ লক্ষ্যে তাদের বিরুদ্ধে আমার আইনজীবী এ্যাডভোকেট মো. নাজবুল ইসলামের মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।
লিগ্যাল নোটিশপ্রাপ্তরা হলেন:
১। ডিবিসি নিউজের প্রধান সম্পাদক ও নির্বাহী লোটন একরাম।
২। ডিবিসি নিউজের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব।
৩। মাছরাঙা টেলিভিশনের দায়িত্বপ্রাপ্ত সম্পাদক ও নির্বাহী প্রধান।
৪। মাছরাঙা টেলিভিশনের রাজশাহীর স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী।
৫। মোহনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল।
৬। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক কাজী জাহিদ।
৭। রাজশাহী কলেজের সাবেক শিক্ষার্থী আব্দুর রহিম।
৮। প্রিয়জন টিভির সম্পাদক ও প্রকাশক ডা. নাজিব ওয়াদুদ।
৯। প্রিয়জন টিভির ডিজিটাল প্রতিবেদক।
লিগ্যাল নোটিশ প্রাপকদের কর্মকাণ্ডে আমাদের খ্যাতি, সুনাম, সামাজিক মর্যাদা হুমকির সম্মুখীন হয়েছে। যা আমার জন্য মানসিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রিয় প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনদের কাছে সংবাদটি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
বার্তা প্রেরক:
গোলাম কিবরিয়া চৌধুরী মিশু,
সাবেক সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিএ