1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভিকারুননিসার ৩৫০ ছাত্রীর অভিনব প্রতিবাদ, পরীক্ষার খাতায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

ভিকারুননিসার ৩৫০ ছাত্রীর অভিনব প্রতিবাদ, পরীক্ষার খাতায় ‘উই ওয়ান্ট জাস্টিস’

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৯ আগস্ট, ২০১৮

খবর২৪ঘণ্টা ডেস্ক: সড়ক থেকে সরে দাঁড়ালেও প্রতিবাদ থেকে পিছু হটেনি রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিবাদের মাধ্যম হিসেবেএবার তারা বেছে নিয়েছে পরীক্ষার খাতা। দশম শ্রেণির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী পরীক্ষার খাতায় ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখে পরীক্ষার হল থেকে বের হয়ে যায়।

রাজধানীর স্বনামধন্য এই শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। জানা গেছে, কলেজের বেশ কজন শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ‘সড়ক দুর্ঘটনা— আমাদের করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে। তাদের অনেকেই কলেজের চাপে পড়ে যেতে বাধ্য হয়েছিল। নিরাপদ সড়কের দাবিগুলো পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে দাঁড়ানোর পক্ষপাতি তারা ছিল।

আবার সেখানে গিয়েও কলেজের শিক্ষকের দায়িত্বহীনতার শিকার হয় তারা। এর প্রতিবাদে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় এই স্লোগান লিখে আসে।

ভিকারুনন্নেসা নুন করেলজের একজন শিক্ষক নাম না প্রকাশের শর্তে জানান, গত ৬ আগস্ট নগর ভবনে দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে ‘সড়ক দুর্ঘটনা— আমাদের করণীয়’ শিরোনামে এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে মেয়রের আমন্ত্রণে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪২১টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা নগর ভবনে যায়। ওই অনুষ্ঠানে ভিকারুন্নেসার কিছু শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়। সড়ক ছেড়ে ক্লাসে ফিরে যাওয়ার ঘোষণা দেওয়া ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার আগে বিষয়টি ছাত্রীদের জানানো হয়নি। এ ঘটনার প্রতিবাদেরই দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় লিখেছে ‘উই ওয়ান্ট জাস্টিস’।

শিক্ষার্থীদের কয়েকজন জানায়, নগর ভবনের সেই অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়ে সেখানে তারা ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের সব শাখার শিক্ষার্থীদের পক্ষ থেকে নিরাপদ সড়কের দাবি প্রত্যাহারের ঘোষণা দেয়। অথচ তারা আন্দোলনে থাকা অন্য শিক্ষার্থীদের মত নেয়নি।

এদিকে নগর ভবনের অনুষ্ঠানে যোগ দেওয়া শিক্ষার্থীদের কয়েকজনও জানায়, কলেজের কিছু শিক্ষক ও অধ্যক্ষের চাপে তারা ওই অনুষ্ঠানে যেতে বাধ্য হয়। আর সেখানে তাদের সঙ্গে যাওয়া শিক্ষকও দায়িত্বহীন আচরণ করেন।

এর প্রতিবাদে দশম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষার খাতায় এই স্লোগান লিখে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসে।

এদিকে প্রতিষ্ঠানটির একজন সাবেক শিক্ষার্থী এ ঘটনার জানতে চেয়ে শিক্ষিকা ফারহানা খানমকে ফোন করলে তিনি শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিক্ষার্থীর সঙ্গে ফারহানা খানমের ফোনালাপের অডিও ক্লিপ ও প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের জাতীয় সঙ্গীত গাওয়ার সময়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। সূত্র: pbd.news

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST