খবর২৪ঘণ্টা খেলা ডেস্ক: ভাসছে কেরল৷ চিন্তিত গোটা দেশ৷ সকলেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত৷ সেই দলে যোগ দিল এশিয়াড জয়ী ভারতীয় অ্যাথলিট৷এশিয়াডের পকেট মানি দিয়ে কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা চ্যাম্পিয়ন সীমা পুনিয়ার৷ বৃহস্পতিবার জাকার্তা এশিয়ান গেমসের ডিসকাস থ্রোতে ব্রোঞ্জ পদক জিতেছেন হরিয়াণার এই অ্যাথলিট৷ পদক জিতেই তাঁর সিদ্ধান্ত পকেট মানির টাকা খরচ করবেন কেরলের বন্যা দুর্গতদের সাহায্যার্থে৷ সীমা জানিয়েছেন, পকেট মানির ৭০০ ডলার বন্যা দুর্গতদের সাহায্যে দান করবেন তিনি৷
শুধু তাই নয়, পকেটমানির অর্থের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যেগে আরও এক লক্ষ টাকা কেরলের জন্য বন্যাত্রাণ তহবিলে দেবেন বলে জানিয়েছেন সীমা৷ সঙ্গে অন্য অ্যাথলিটদেরও কেরলের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি৷
শেষবার এশিয়ান গেমস থেকে সোনা জিতেছিলেন হরিয়াণার অ্যাথলিট৷ জাকার্তার মাটিতে সেই পারফর্ম্যান্সের রিপিট হল না৷ ৬২.২৬ মিটার দূরত্ব ডিসকাস ছুঁড়ে ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সীমাকে৷
খবর২৪ঘণ্টা.কম/জেএন