সংবাদ বিজ্ঞপ্তি
ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেছে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংবাদিক মঞ্চ। রোববার ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে এ শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাস্টিস ফর জার্নালিস্ট রাজশাহী অঞ্চলের কো-অর্ডিনেটর কাজী শাহেদ, বিএফইউজে’র সাবেক সভাপতি মামুন-অর-রশিদ, রাজশাহী
টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, বিএফইউজে’র সাবেক সদস্য জাবীদ অপু, একাত্তর টেলিভিশনের রাশিদুল হক রুশো, বৈশাখীর আবদুস সাত্তার ডলার, মাইটিভির শাহরিয়ার অন্তু, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জাফর ইকবাল লিটন, এনটিভির শরিফুজ্জামান রয়েল, সাংবাদিক মামুন রেজা
শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে নেতৃবৃন্দ দাবি জানান, বাংলা এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছালেও তাকে আন্তর্জাতিকভাবে চর্চার জায়গায় নিয়ে যাওয়া যায়নি। বাংলাকে আন্তর্জাতিক চর্চার জায়গা নিতে সবাইকে কাজ করতে হবে। সেই সঙ্গে বহু জাতিগোষ্ঠীর মাতৃভাষা হারিয়ে যাচ্ছে। সেই ভাষা সংরক্ষণে ও রক্ষায় দেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ভ‚মিকা রাখতে হবে।
বিএ