রাবি প্রতিনিধি: আরবী ভাষার দক্ষতা বাড়াতে ও জ্ঞানের পরিপূর্ণতা পেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো আরবী ক্লাবের যাত্রা শুরু হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে আরবী বিভাগের আয়োজনে বিভাগের ৩০৬ নম্বর কক্ষে এই ক্লাবের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন বিভাগের কমতি নেই। সে যে বিষয়েই পড়ুক না কেন, সমাজের জন্য কাজ করবে তার গবেষণা, লেখনির মাধ্যমে। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে। তাই এই ক্লাবের মাধ্যমে আরবী ভাষার দক্ষতা বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে হবে। ঐতিহ্যকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে জ্ঞান কিভাবে শানিত হবে। এ সময় তিনি বিভাগের ক্লাস সংকটের সমাধান করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
আরবী বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিজাম উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক। তিনি বলেন, এই বিভাগ কলা অনুষদের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করে। এটি যেন থেমে না যায় সেদিকে নজর দিতে হবে। আর এই ক্লাবের মাধ্যমে অনেক দূর এগিয়ে যাবে।
বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সালেহ মুহাম্মদ ত্বহা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নিজাম উদ্দীন। তিনি বলেন, ১৯৭৮ সালে বিভাগটি প্রতিষ্ঠা লাভ করেন। প্রতিষ্ঠার পর থেকে এই বিভাগ বিভিন্ন চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে অনেক ভূমিকা পালন করছে। তাই পথচলার সাথে ভাষার দক্ষতাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করা হলো আরবী ক্লাব। অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আরবী ক্লাবে
ভাষা, কবিতা, গ্রামার, স্পিকিং করতে পারবেন। এর মাধ্যমে আরবী বিষয়ে পরিপূর্ণ ভাষা জ্ঞান লাভ করতে পারবে। কিন্তু বিভাগের শ্রেণীকক্ষ, কম্পিউটার ল্যাব, শিক্ষকদের চেম্বারের পর্যাপ্ত অভাব রয়েছে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমরা আশাবাদী প্রশাসন এই বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করে আমাদের দক্ষতা আরো এগিয়ে নিবে।
অনুষ্ঠানে ধন্যাবাদ জ্ঞাপন করেন বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. আবু বকর সিদ্দীক। এসময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকরামুল ইসলাম, ড. মো. জাহিদুল ইসলাম, ড. মুহাম্মদ মতিউর রহমান, ড. মুহা. বিলাল হুসাইন, ড. মো. সেতাউর রহমান, ড. মো. নেছার উদ্দিন, ড. মো. আতোয়ার রহমান, ড. মো. আবু বকর, সহকারী প্রক্টর ও বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান প্রমুখ।
খবর২৪ঘণ্টা, জেএন