খবর২৪ঘণ্টা ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সাদ্দাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি একজন ডাকাত।
ভালুকা থানার ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, ভালুকার মামারিশপুর এলাকায় ডাকাতির প্রস্ততিকালে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। এসময় সহযোগিরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ সাদ্দামকে আটক করে পুলিশ।
আহত সাদ্দামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন’।
সাদ্দামের নামে ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলেও জানান মাজহারুল ইসলাম।
খবর২৪ঘণ্টা, এমকে