বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উনয়ন” এই প্রতিপাদ্যক সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের ভালাহাটে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
ভোলাহাট উপজেলা সমবায় ও সমবায়ীদের উদ্যাগে শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে উপজলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তালন করা হয়।
পরে র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করে। র্যালী শেষে উপজলা পরিষদ হলরুম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমবায় সমিতির পরিদর্শক মো. আব্দুল কুদ্দুস। অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, গোহালবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী শাহ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ানুল হক, বীরমুক্তিযাদ্ধা মো. তৈমুর রহমান, সমবায়ি প্রগতী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. শাহিন রেজা, চাঁপাইনবাবগঞ্জ ভুমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হকসহ অন্যরা।
শেষে ২টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে ও ৫ জন সমবায়ীকে পুরুস্কার তুলেদেন অতিথি বৃন্দ।
বিএ/