1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভালবাসা-ট্র্যাজেডির নতুন গল্প নিয়ে হাজির টলিপাড়ার নতুন জুটি - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৯ জানয়ারী ২০২৫, ০:১৮ অপরাহ্ন

ভালবাসা-ট্র্যাজেডির নতুন গল্প নিয়ে হাজির টলিপাড়ার নতুন জুটি

  • প্রকাশের সময় : শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

খবর২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: ফের ভালবাসার জোয়ারে ভাসতে চলেছে টলিপাড়া৷ সদ্য মুক্তি পেল ‘প্রেম আমার’ সিক্যুয়েলের ট্রেলার৷ ছবির নাম ‘প্রেম আমার টু’৷ যার অফিশিয়াল ট্রেলার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে৷
সোশ্যাল মিডিয়ায় ‘প্রেম আমার’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে সোহম বা পায়েল কেউই নেই ভাবতেই পারছে না সিনেপ্রেমীরা৷ অন্যদিকে কয়েকজন বেজায় খুশি এই নতুন জুটিকে৷ পায়েল-সোহমের মতোই এই নতুন জুটিকেও বেশ ওয়ার্ম ওয়েলকাম দিয়েছে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে৷

জুটি হলেন পুজা চেরি রায় এবং অদ্রিত রায়৷ অফিশিয়াল পোস্টারে তাঁদের মাখোমাখো রসায়ন যেন ভরে গিয়েছে৷ সাইকেলে বসে অদ্রিত এবং সাইকেলের সামনে বসে পুজা৷ ‘নুর জাহান’ ছবির হাত ধরে তাঁদের জুটির সঙ্গে আলাপ হয়েছিল সিনেপ্রেমীদের৷

ট্রেলারে কেবল প্রেম কাহিনি নয় রয়েছে লাভ ট্র্যাঙ্গেলের মধ্যে দিয়ে অনেকগুলো ট্যুইস্ট অ্যান্ড টার্ন৷ অদ্রিত-পুজার কেমিস্ট্রিকে নতুন সংজ্ঞা দেওয়ার দায়িত্ব নিয়ে ফেলেছেন রাজ চক্রবর্তী৷ ‘প্রেম আমার টু’ তাঁর প্রযোজনায় তৈরি হয়েছে৷

ছবির পরিচালনায় রয়েছেন বিদুলা ভট্টাচার্য্য৷ আগামী ২৫ জানুযারি মুক্তি পেতে চলেছে ‘প্রেম আমার টু’৷ প্রেমের গল্প তো বটেই, তবে তার সঙ্গে থাকছে রহস্য, ট্র্যাজেডি৷ অপূর্বা (পুজা), জয়ের (অদ্রিত) পাড়ায় নতুন এসেছে৷ আসতে না আসতেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প৷

অন্যদিকে সৌম (সৌরভ দাস) তাদের মাঝে পথের কাঁটা হয়ে দাঁড়াবে, এমনটা প্রথমদিকে মনে হলেও পরের দিকে জয়-অপূর্বার ভালোবাসার বিরুদ্ধে রুখে দাঁড়াবে দু’জনের পরিবারও৷ রাজের সঙ্গে বাংলাদেশের ‘জ্যাজ মাল্টিমিডিয়া’ ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছে৷ মাঝে ছবিটির শ্যুটিং কিছু সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল৷

বাংলাদেশে কিছু দৃশ্যের শ্যুটিং বন্ধ হয়ে গেলে কলকাতায় ফিরে রিশ্যুট করতে হয়৷ সিক্যুয়েলটির জন্য আগে শোনা গিয়েছিল মিমি, সোহম কিংবা আবির পায়েলকে নেওয়া হবে৷ তবে প্রযোজকের ইচ্ছে ছিল ফ্রেশ জুটি দিয়ে সিক্যুয়েল তৈরি করা৷

খবর২৪ঘণ্টা/জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST