খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের কিশতওয়ার জেলায় একটি যাত্রীবাহী মিনিবাস সড়ক থেকে গভীর খাদে পড়ে গেলে কমপক্ষে ৩০ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো সাতজন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তবে ঠিক কতজন আহত হয়েছেন তার কোনো নির্দিষ্ট সংখ্যা এখনও জানা যায়নি।
কিশতওয়ার জেলার ডেপুটি কমিশনার আঙ্গরেজ সিং এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, ‘ওই দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং আরো সাতজন আহত হয়েছেন।’ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।
সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাহাড়ি এলাকা কিশতওয়ারে ওই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী মিনিবাসটি কিশতওয়ান যাওয়ার পথে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি কিশওয়ান-থাকরাই সড়ক থেকে গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রাই প্রথম উদ্ধার তৎপরতা শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সরকারের উদ্ধার কর্মী ও পুলিশ। আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে বাসটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিলো। সূত্র: হিন্দুস্তান টাইমস/ইন্ডিয়ান এক্সপ্রেস
খবর২৪ঘণ্টা, জেএন