ভারতে একটি মন্দিরের ভেতর থাকা প্রাচীন কুয়ায় পড়ে ১৩ জন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ১৯ জন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে মধ্য প্রদেশের ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, রাম নবমী উপলক্ষে বৃহস্পতিবার মন্দিরটিতে বিপুলসংখ্যক পুণ্যার্থী হাজির হয়েছিলেন। এ সময় একটি প্রাচীন কুয়ার ছাদের ওপর একসঙ্গে অনেকে দাঁড়ানোয় সেটি হঠাৎ ভেঙে পড়ে। এতে ৩০ জনের বেশি কুয়ার ভেতরে পড়ে যান।
মধ্যপ্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, পুলিশ কূপ থেকে ১১টি মরদেহ উদ্ধার করেছে এবং দুইজন আহত অবস্থায় হাসপাতালে মারা গেছেন।
তিনি বলেন, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
পুলিশ কর্মকর্তা মনীশ কাপুরিয়া জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এদিকে এ ঘটনায় শোকপ্রকাশ করে টুইটারে পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ইন্দোরের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের সঙ্গে কথা বলেছি ও পরিস্থিতি সম্পর্কে জেনেছি। রাজ্য সরকার দ্রুতগতিতে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত সবাই ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি।
বিএ/