খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের বেনারসে একটি নির্মাণাধীন ফ্লাইওভার ধসে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আরও অর্ধশতাধিক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এলাকায় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ফ্লাইওভারের দুইটি পিলার একসঙ্গে ভেঙ্গে পড়লে বিশাল আকারের কংক্রিট স্ল্যাব মাটিতে আছড়ে পড়ে। আর সেটির নিচে থাকা যানবাহন ও মানুষজন চাপা পড়ে।
উদ্ধার কাজে অংশ নিতে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) পাঁচটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। স্থানীয় পুলিশের একটি দলও উদ্ধার কাজ শুরু করেছে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ স্থানীয় প্রশাসনকে ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ