1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতে দেয়াল ধসে নিহত ১৫ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

ভারতে দেয়াল ধসে নিহত ১৫

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০১৯

খবর ২৪ ঘণ্টা ডেস্ক: ভারতের পুনে শহরে এক হাউজিং সোসাইটির দেয়াল ভেঙে পড়ার ঘটনায় চার শিশুসহ কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরে তিনজন। হতাহতরা সবাই নির্মাণ শ্রমিক এবং শ্রমিকদের সন্তান। ভারী বর্ষণের কারণে শুক্রবার মধ্যরাতে ওই দেয়ালটি ধসে পড়ে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শহরের কোন্দহাওয়া এলাকার তালাব মসজিদের কাছে নির্মাণাধীন ওই হাউজিংয়ে কর্মরত শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নির্মিত আবাসনে ওই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সারাদিন পুনে শহরে বৃষ্টি হয়েছিলো। আর অতি বৃষ্টির কারণে স্থানীয় সময় রাত ১টার দিকে নির্মাণাধীন ওই হাউজিংয়ের প্রাচীরটি ধসে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল ও জাতীয় দুর্যোগ বিভাগের কর্মীরা। তারা শনিবার সকাল ৭টা পর্যন্ত ১৫টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। এদের মধ্যে চারজনই শিশু। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে আরো তিনজনকে। তাদের স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভেঙে পড়া প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে আর কেউ আটকে নেই বলেও জানা গেছে।

এই দুর্ঘটনা সম্পর্কে পুনের ডিস্ট্রিক কালেক্টর নভালকিশোর রাম বলেন, নিহতদের মরদহে সনাক্ত করার কাজ সম্পন্ন হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেয়া হয়েছে। এ ঘটনায় নিহতদের বেশিরভাগ শ্রমিকের বাড়ি বিহার ও পশ্চিমবঙ্গ রাজ্যে।

তিনি এই দুর্ঘটনার জন্য নির্মাণ কোম্পানির দায়িত্বজ্ঞানহীনতা ও অবহেলাকে দায়ী করেছেন। এ ঘটনায় ওই কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও ওই ডিস্ট্রিক কালেক্টর জানিয়েছেন। সূত্র: হিন্দুস্তান টাইমস/ ইন্ডিয়ান এক্সপ্রেস

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST