1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৫০ - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ৫০

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

খবর ২৪ঘণ্টা ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শুক্রবার (১৯ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এদিন সন্ধ্যায় রাবণ বধ অনুষ্ঠান দেখতে ভিড় জমান অনেক মানুষ। এসময় ভিড়ের মধ্যে লাইনে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষের ওপর দিয়ে চলে যায় ট্রেন।

ট্রেনটি জালান্দর থেকে অমৃতসরে আসছিল। অমৃতসরের জোড়া ফটকের কাছেই রাবণের কুশপুত্তলিকায় আগুন দেওয়া হচ্ছিল। এসময় আতশবাজির শব্দে ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা ট্রেনের হুইসেল শুনতে পাননি।

অমৃতসরের পুলিশ কমিশনার এসএস শ্রীভাসতাভা বলেন, ৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। উদ্ধার কার্যক্রম চলছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, এ দুর্ঘটনায় শিশুও নিহত হয়েছে। দুর্ঘটনাস্থলে প্রায় ৭০০ মানুষ উপস্থিত ছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, আমি শোনামাত্রই ঘটনাস্থলে যাচ্ছি। সরকারি, বেসরকারি সব হাসপাতাল খোলা রাখার নির্দেশ দিয়েছি। নিহতদের পরিবারের সদস্যদের পাঁচ লাখ রুপি করে দেওয়া হবে। আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

খবর ২৪ঘণ্টানই

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST