খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের হাপুরে ট্রেনে কাটা পড়ে ছয় কিশোরের মৃত্যু হয়েছে। রোববার রাতের এই ঘটনায় আরও এক কিশোর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাটা পড়ার সময় ওই কিশোররা রেলপথ ধরে হেঁটে যাচ্ছিল এবং তারা কানে হেডফোনে লাগিয়ে গান শুনছিল।
১৪ থেকে ১৬ বছর বয়সী ওই কিশোররা দিনমজুর হিসেবে কাজ করত। হায়দরাবাদ যাওয়ার উদ্দেশে তারা ট্রেন ধরতে গিয়েছিল। কিন্তু ট্রেন মিস করার পর ফিরে আসার পথে তারা ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই ছয় কিশোরের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা রেলপথ অবরোধ করেন। তাদের অভিযোগ ওই এলাকাটিতে রাতে চলাচলের জন্য পর্যাপ্ত আলো থাকে না এবং শর্টকাট হিসেবে ওই এলাকাটি প্রতিনিয়ত মানুষ ব্যবহার করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ