খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: বারবার সংবাদ শিরোনামে উঠে আসছে ‘গোরক্ষা’ শব্দটা। এও শোনা যাচ্ছে ভারতে কিছুদিনের মধ্যেই নাকি গরুদের জন্য আধারের মত পরিচয়পত্রও তৈরি করবে সরকার। তা নিয়ে বেশ সোরগোল পড়েছে ইতিমধ্যেই। বিরোধীরা বলছেন, সাধারণ মানুষের টাকায় গোরিদের জন্য কোটি কোটি টাকা খরচে আধার কার্ড বানানোর কোনও মানেই হয় না। তবে, এটা জানলে অবাক হবেন অন্য এক দেশে গরুর জন্য বানানো হচ্ছে ‘ফেস রেকগনিশন’-এর প্রযুক্তি।
এক আইরিশ সংস্থা এই প্রযুক্তি তৈরি করছে। Cainthus নামে ওই সংস্থার এই বিশেষ আইডিয়া একেবারে আলোড়ন ফেলে দিয়েছে। এমনটাই সম্ভব! ডাবলিনের ওই সংস্থা Cargill নামে এক এগ্রিকালচারাল ফার্মের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই প্রযুক্তি। একটি প্রেডিকটিভ ইমেজিং সিস্টেম তৈরি করা হচ্ছে।
গরুর মুখের অবয়ব দেখেই তাকে চিনে নেবে এই বিশেষ সিস্টেম। এছাড়া এই সিস্টেম গরুর খাওয়ার অভ্যাস ও দেহের তাপমাত্রা নিয়েও কৃষকদের শিক্ষা দেবে এই সিস্টেম। এইএসব প্রযুক্তির মাধ্যমে দুগ্ধশিল্প আরও এগোতে চাইছে এই দেশ।
এদিকে, আমাদের দেশে বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে গোরুদের আধার নম্বর দেওয়ার প্রজেক্টে। দেশের প্রত্যেক নাগরিক যেমন ১২ সংখ্যার আধার নম্বর পেয়েছেন, তেমনই গোরুদের মধ্যেও আধারের মতই একটি নম্বর বিলি করা হবে। ২০১৫ সালে এ ব্যাপারে প্রথম প্রস্তাব দেওয়া হয়। প্রথম পর্যায়ে ৪ কোটি গবাদি পশুকে ৫০ কোটি টাকার বিনিময়ে ওই নম্বর দেওয়া হবে। জানা গিয়েছে, কৃষি মন্ত্রক এর জন্য আধার প্রযুক্তিই ব্যবহার করছে। গোরু সম্পর্কে ওই ট্যাগে যাবতীয় খুঁটিনাটি তথ্য থাকবে, তার উচ্চতা, বংশ, লিঙ্গ, কোনওরকম শারীরিক চিহ্ন রয়েছে কিনা সব থাকবে তাতে। প্রতিটি কার্ডের দাম পড়বে ৮ থেকে ১০ টাকা।
খবর২৪ঘণ্টা.কম/রখ