আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ হাজার ৪৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৮৯৩ জন।
এই সময়ে আরও ৩৮৬ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৪ জন।
আনন্দবাজার পত্রিকা জানায়, শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ১ লাখ ১ হাজার ১৪১ জন। তামিলনাড়ু দ্বিতীয়, আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৬৯৮ জন। রাজধানী দিল্লিতে আক্রান্ত ৩৬ হাজার ৮২৪ জন।
দিল্লি-লাগোয়া গুরুগ্রামে শুধু ৩১ মে থেকে ১১ জুনের মধ্যে রোগীর সংখ্যা তিন গুণ বেড়েছে।
দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩২৯ জন। সুস্থতার হার ৪৯ দশমিক ৯৪ শতাংশ।
এদিকে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তে থাকায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ও শীর্ষ আমলাদের নিয়ে ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনা করেছেন মোদি।খবর২৪ঘন্টা /এবি