খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: ভারতের উড়িষ্যা রাজ্যে এক উপহার বিস্ফোরণে নতুন বর ও তার দাদিমা নিহত হয়েছেন। আর গুরুতর আহত হয়েছেন তার নব বিবাহিতা স্ত্রী। শুক্রবার রাজ্যের বোলানগির জেলায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।
নবদম্পতিকে ওই উপহার বক্সটি কে বা কারা দিয়েছিল এবং এতে কি ধরনের বিস্ফোরক ছি, সেসব তথ্য খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
ওই দম্পতির বিয়ে হয়েছিল গত বুধবার। শুক্রবার বিয়ে পরবর্তী রিসেপশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সমস্ত উপহার বাড়িতে নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই এক এক করে তারা উপহারের বাক্সগুলো খুলে দেখছিলেন। কিন্তু ওই বাক্সটি খুলতেই বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন বর। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দাদি।
বিস্ফোরণে আহত হয়েছেন নববধূও। তাকে রাজ্যের বুরলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
সূত্র: এনডিটিভি
খবর২৪ঘণ্টা.কম/রখ