রাজশাহী (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে ১৬ জন বাংলাদেশী রাখাল আটক করেছে ৫৩ বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে (২ নভেম্বর) রোববার দিবাগত রাত আড়াইটার দিকে বাখের আলী বিওপি’র একটি টহল দল হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৭/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে তাদের আটক করা হয়।
আটককৃতরা হল-শিবগঞ্জ উপজেলার মোঃ সজিব (১৯), পিতা-গাজী, গ্রাম-খোরশেদ মৌলভী গ্রাম হাসানপুর, একই গ্রামের মোঃ মিজানুর রহমান (২৫),পিতা- মোঃ মাইনুল, গ্রাম-আইয়ুব বিশ্বাস, হাসানপুর,মোঃ আজিজুল হক (৩০), পিতা-মৃত ফজলুল হক,মোঃ আজিজুল হক (২০), পিতা-মোঃ মানিদুল ইসলাম, গ্রাম-খোরশেদ মৌলভী,মোঃ শরিফ উদ্দিন (৩১), পিতা-মৃত তৈয়ব আলী, গ্রাম-নামো জগনাথপুর,মোঃ সোহাব (১৮), পিতা-জাহাঙ্গীর আলম, গ্রাম-আইয়ুব বিশ্বাস,মোঃ লিটন (২৫), পিতা-মোঃ খায়রুল ইসলাম,গ্রাম-আইয়ুব বিশ্বাস, পোষ্ট-হাসানপুর,মোঃ রনি (২৪),পিতা- মোঃ আলম, গ্রাম-আইয়ুব বিশ্বাস, পোষ্ট-হাসানপুর,মোঃ জেনানারুল ইসলাম (৪৫), পিতা-আব্দুল গনি,গ্রাম-নামো জগনাথপুর,মোঃ মজিবুর রহমান (৩২), পিতা- মোঃ জুয়েত,গ্রাম-আইয়ুব বিশ্বাস,মোঃ রাকিব মিয়া (২৫), পিতা-বাছির, গ্রাম-চররশিয়া খোরশেদ মন্ডল,মোঃ রোহান হোসেন (২৩), পিতা- মোঃ আনিছ হোসেন, গ্রাম-উত্তর ফতেপুর, মোঃ মানারুল ইসলাম (৪৩), পিতা-মোঃ আহসান ইসলাম,গ্রাম-আইয়ুব বিশ্বাস, মোঃ জুয়েল রানা (২৩), পিতা-আলমগীর হোসেন,গ্রাম-দোভাগী,মোঃ রাকিব ৩২),পিতা-মোজাম্মেল আলী, গ্রাম-পন্ডিত পাড়া, ও মোঃ সোহেল রানা (২৫), পিতা-মোঃ সাইদুল ইসলাম, গ্রাম-নামো জগনাথপুর,গ্রেফতারকৃতদের চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।