আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্রের নাসিক জেলার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ওই দুর্ঘটনা ঘটে মালেগাঁও-দেওলা রোডের মসি ফাটা নামে একটি জায়গায়। রাজ্য সরকারের একটি বাস ওই অটোটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। দুটিই গাড়ি রাস্তার পাশের কুয়াতে পড়ে যায়। নিহতদের অধিকাংশই বাসের যাত্রী।
ধাক্কার জের এতটাই ছিল যে দুমড়ে তালগোল পাকিয়ে যায় অটোটি। নাসিকের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ২১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজ্য সরকারের তরফে নিহতদের ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকার্য সম্ভাব্য সবকিছু করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
এমকে