ভারতের বিহারে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। শনিবার রাত থেকে রোববারের মধ্যে এই প্রাণহানি ঘটেছে। রোববার এ ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার প্রত্যেক নিহতের পরিবারকে ৪ লাখ রুপি করে অনুদান ঘোষণা করেছেন।
দুর্ভাগ্যজনক ঘটনার বিবরণ দিতে টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী লেখেন, বজ্রপাতে ভাগলপুরে ৬ জন, বৈশালীতে ৩ জন, খাগরিয়ায় ২ জন, কাটিহারে ১ জন, সহরসায় ১ জন, মাধেপুরায় ১ জন, বাঙ্কায় ২ জন এবং মুঙ্গেরে ১ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। সব নিহতের পরিবারকে অবিলম্বে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
বিহারের মুখ্যমন্ত্রী আরেকটি টুইটে বলেন, খারাপ আবহাওয়ায় পূর্ণ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জারি করা পরামর্শগুলো মেনে চলার জন্য জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি। খারাপ আবহাওয়ায় ঘরে থাকুন এবং নিরাপদ থাকুন।
সূত্র : রিপাবলিক ওয়ার্ল্ড